শাপলা না দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন মানবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নিবন্ধন না হলে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আসে না। শাপলা না দেওয়ার আইনী বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। তাই না দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে ইসির।’ এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘প্রতীককে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে ইসির মধ্যে। এ মাসেই সেটি পরিষ্কার হবে। শাপলা না দিলে ইসিকে এর ব্যাখ্যা দিতে হবে। নয়তো ধান ও সোনালী আঁশ বাদ দিতে হবে। ইসির সামনে দুটি পথ খোলা।’ নাসীরুদ্দীন বলেন, ‘ইসি উদ্ভট আচরণ করছে। তবে এখনো তাদের পদত্যাগ চাইছে না এনসিপি। শুধু...