নরওয়েজীয় নোবেল কমিটি যখন এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, তখন একটি নাম তাদের সিদ্ধান্তের ওপর ছায়া ফেলছে। আর সেই নামটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, তিনি মনে করেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কার তারই প্রাপ্য। কারণ তার দাবি, তিনি অন্তত ‘সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন।’ বুধবার তিনি নিজেকে অষ্টম যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির কৃতিত্ব দাবি করা ব্যক্তির সম্মুখ সারিতে বসিয়েছেন। ওই সময় ইসরায়েল ও হামাস ট্রাম্পের সদ্য ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছে। চলতি বছরের পুরস্কার ঘোষণা এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ পৃথিবীর বহু স্থানে সংঘাত চলছে। এবারে নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ জন মনোনীত হয়েছেন এবং নরওয়ের সংসদ কর্তৃক নিযুক্ত...