আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক জেপি মর্গানের প্রধান নির্বাহী জেমি ডিমন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার বড় ধরনের পতনের ঝুঁকিতে রয়েছে— যা বাজারে এখনো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমি ডিমন বলেন, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে বড় ধরনের বাজার সংশোধন (মার্কেট কারেকশন) ঘটতে পারে এবং তিনি এ বিষয়ে “অন্যদের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন।” খবর বিবিসির। ডিমন আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের তুলনায় আন্তর্জাতিক পর্যায়ে “কম নির্ভরযোগ্য অংশীদার” হয়ে উঠেছে। জেপি মর্গান প্রধান জানান, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ে তিনি এখনও “একটু চিন্তিত”, তবে বিশ্বাস করেন যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তার স্বাধীনতা বজায় রাখবে— যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কঠোর সমালোচনা করেছেন। জেমি ডিমন বর্তমানে যুক্তরাজ্যের বর্নমাউথে আছেন, যেখানে তিনি প্রায় ৩৫০ মিলিয়ন...