নিজস্ব প্রতিবেদক : ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিহা কুন্নাহারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের বিষয়ে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার পোস্টে একাধিক বিয়ে করার ইচ্ছা, পারিবারিক সম্পর্ক এবং স্ত্রীকে কেন্দ্র করে চলমান বিতর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আদনান লিখেছেন যে, গত চার বছরের সংসার জীবনে তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং ভুল বোঝাবুঝি হয়েছে। কখনো একে অপরকে ছেড়ে দিতে চেয়েছেন, এমনকি আরও বিয়ে করার কথাও ভেবেছেন। তিনি পরিষ্কার করেছেন যে, তার কোনো কিছুই হারাম ছিল না। যদি তিনি সম্পর্ক করতে চাইতেন, তাহলে হালাল পথেই করতেন। তার জীবনে কোনো নারী এসে থাকলে, তা সুন্নত অনুযায়ী বিয়ের...