প্রথম কোয়ালিফায়ারে ডিএলএস পদ্ধতিতে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে এবারের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার বিকেলে অনুষ্ঠেয় রংপুর-চট্টগাম ম্যাচের বিজয়ী দল। এলিমিনেটর ম্যাচ দেখেই উইকেট পড়ে নিয়েছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে চেষ্টা করেন যতটা সম্ভব রান তোলার। মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরলেও মুমিনুল-দীপু জুটি স্ট্রাইক রেট ধরে রাখেন। মুমিনুল হক ১৬ বলে ১৯ আর শাহাদাত দীপু ১৯ বলে ২৫ রান করেন। তবে ৫৯ রানের জুটিতে খেলার মোড় ঘুরিয়ে দেন ইরফান-ইয়াসির জুটি। ইরফান শুক্কুর ৩৩ বলে ৩৯ রানে ফিরলেও অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী অপরাজিত থেকে যান ৩৭ বলে ৪৫ রান করে। তাতে ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন খুলনার উইকেটকিপার ইমরানুজ্জামান।...