বিশ্ব ডাক দিবসে পোস্ট কার্ডের আদলে খামে ভরে নিজের প্রচারপত্র বিলি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন। বৃহস্পতিবার ক্যাম্পাসে ব্যতিক্রমী এ প্রচার চালাতে দেখা যায় তাকে। প্রচারপত্রের খামের উপরে ডাক টিকিটের আদলে দেওয়া হয়েছে নিজের ছবি ও ব্যালট নম্বর। বাম পাশে প্রেরক লিখে নিজের নাম পদ এবং ব্যালট নম্বর দিয়েছেন তিনি। ডান দিকে প্রাপকের স্থলে লেখা হয়েছে ‘সম্মানিত ভোটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন’। শাফায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। একসময় মানুষ চিঠি লিখত, প্রযুক্তির যুগে তা এখন হারাতে বসেছে। এ চিঠি আমাদের আশা আকাঙ্ক্ষার আবেগ। কিন্তু এখন মানুষের কাছে চিঠি লেখার সে প্রবণতা বলতে গেলে নাই।” তিনি বলেন, “চাকসু নির্বাচনের সঙ্গেও আমাদের আশা আকাঙ্ক্ষা আর...