গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সহকর্মীদের টানা দুই বছর নোবেল পুরস্কার অর্জন করায় গর্ব প্রকাশ করেছেন। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিসকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গুগলের জন্য এটি এক অনন্য অর্জন এবং বিজ্ঞান ও গবেষণায় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিনিয়োগের ফল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সুন্দর পিচাই জানান, আজ সকালে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করি, যেখানে এখন পর্যন্ত পাঁচজন নোবেলজয়ী রয়েছেন। মাত্র দুই বছরে গুগলের গবেষকেরা তিনটি নোবেল পুরস্কার পেয়েছেন। এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’ পিচাই জানান, মিশেল ডেভোরে বর্তমানে গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের হার্ডওয়্যার বিভাগের প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন। আর জন মার্টিনিস বহু বছর ধরে ওই ল্যাবের হার্ডওয়্যার টিমের নেতৃত্ব দিয়েছেন। ১৯৮০–এর...