নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারের মিউচুয়াল ফান্ড খাতকে আরও গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’–এর খসড়া প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রকাশিত খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে মতামত বা প্রস্তাবনা পাঠাতে পারবেন অনলাইনে বা কমিশনের ডাক ঠিকানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই বিধিমালায় মিউচুয়াল ফান্ড পরিচালনা, বিনিয়োগের সীমা নির্ধারণ, ইউনিট হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ...