চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। নিরাপত্তার অংশ হিসেবে এলাকায় অবস্থান নিয়েছে সাদা পোশাকের কর্মকর্তারাও। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চেন্নাই পুলিশ সদর দপ্তরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন— বিজয় যদি ভবিষ্যতে আবার কোনো জনসভা করেন, তাহলে তার বাড়ি উড়িয়ে দেওয়া হবে। ফোনটি আসে কন্যাকুমারী জেলা থেকে। হুমকির পরপরই পুলিশ বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়। তবে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ বলছে, হুমকিদাতাকে শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তার অবস্থান শনাক্তে অভিযান শুরু হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এটি ভুয়া বা প্র্যাঙ্ক কলও হতে পারে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই হুমকির ঘটনার পেছনে রয়েছে বিজয়ের রাজনৈতিক কার্যক্রমকে ঘিরে সাম্প্রতিক এক বড় দুর্ঘটনার প্রতিক্রিয়া। গত...