বলিউড তারকা সাইফ আলি খান কারিনা কাপুর ও দুই পুত্র নিয়ে সুখে সংসার করছেন। তবে প্রথম স্ত্রী অমৃতা সিংহকে পুরোপুরি ভুলেননি তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফ আলি খান অকপটে স্বীকার করেছেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আজও অমৃতাকে মনে পড়ে। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী সম্পর্কে সাইফ বলেন, এই ইন্ডাস্ট্রিতে কীভাবে নিজের জায়গা তৈরি করতে হয়, সেটা বুঝতে সাহায্য করেছে অমৃতা। ওর অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যদিও কিছু পরামর্শ আমার কাজে লাগেনি, তবুও জীবনের অনেক শিক্ষা পেয়েছি ওর কাছ থেকে। অমৃতার প্রশংসা শুনে কাজল রসিকতা করে বলেন, তাহলে তোমাকে মানুষ করেছে অমৃতা! জবাবে সাইফ বলেন, হ্যাঁ, ও সন্তানদের মানুষ করেছে। আমাদের সম্পর্ক ভালো, তবে এখন খুব একটা কথা হয় না। শেষবার কথা হয়েছিল যখন আমি হাসপাতালে...