জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্যই মানবাধিকার’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সমাজকর্ম বিভাগের সামনে থেকে র্যালি শুরু হয়ে শান্ত চত্বর ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।আরো পড়ুন:রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপনবিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা প্রমুখ। আলোচনায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহা. শহীদুল হক বলেন, “ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যহত হলে...