জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। কাজল আরেফিন অমির নির্মাণ মুন্সিয়ানায় সিরিয়ালটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে, যেন আর তর সইছে না! বৃহস্পতিবার সন্ধ্যায় সিজনটির চ্যাপ্টার ফাইভ (৩৩-৪০ পর্ব) রিলিজ হচ্ছে বঙ্গ-তে। ধারণা করা যাচ্ছে, নতুন এই চ্যাপ্টারটি আরও জমে উঠতে পারে। নির্মাতা অমি বলেন, শুটিং করে এবং এডিটিং প্যানেলে নতুন এই চ্যাপ্টার নিয়ে আমরা খুব মজা পেয়েছি। দর্শক সুপার কিছু পাবে। এখনো পর্যন্ত যতগুলো চ্যাপ্টার দর্শক দেখেছে, তারমধ্যে ৩৩-৪০ পর্বগুলো বার্নিং চ্যাপ্টার। কাবিলা, হাবু, পাশাদের ফ্ল্যাটে নতুন এই সিজনে আবার ফিরে এসেছে নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। আগের চ্যাপ্টারে দেখা যায়, অনেকটা বিমর্ষ চেহারা নিয়ে নেহাল ফিরে এসেছে। অমি বলেন, নেহালের কি হয়েছে সেটা দর্শক জানতে পারবেন। আরও মজার কাণ্ড দেখা যাবে, লাভলী বুয়া পাগলা সুজনকে...