এএফসি এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের আগে সন্ধ্যা সাতটার দিকে মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশের একাদশে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। এ ম্যাচে নেতৃত্ব দেবেন সোহেল রানা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া নেই শুরুর একাদশে। কানাডা থেকে আসা সামিতও নেই। বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো- হংকং, সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং চায়না। তলানির দল ভারত। ম্যাচটি...