বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েল ও হামাস তাঁর মধ্যস্থতায় একটি শান্তিচুক্তির প্রথম ধাপে রাজি হয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দেওয়া। গত সপ্তাহে ট্রাম্প যে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছিলেন, তার অংশ হিসেবে এ ঘোষণা এসেছে। ইসরায়েল, হামাস ও বিশ্বের অধিকাংশ দেশই পরিকল্পনাটিকে স্বাগত জানায়। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের একটি কমিশন এটিকে ‘গণহত্যামূলক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে। গতকাল বুধবার ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাস তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রিনিচ মান সময় রাত ১১টা ১৭ মিনিটে তিনি লিখেছেন, ‘সব বন্দীকে খুব শিগগির মুক্তি দেওয়া...