সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পাবেন না এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত।নকশী নামে এক মেয়ের সঙ্গে রনির সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনার কাছে ইনফরমেশন আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারও সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা।তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না। তবে আমরা এখনও খুব ভালো বন্ধু। আমাদের এখনও যোগাযোগ ও কথা হয়।’এ প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘সংবাদটি ঠিক নয়। আমি প্রতিবাদ লিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’নিউজজি/জেডএইচ নকশী নামে এক মেয়ের সঙ্গে রনির সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন,...