গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে শোচনীয় পরাজয় দিয়ে শুরু করেছে টাইগাররা। মূলত ব্যাটারদের টানা ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এদিকে তাওহীদ হৃদয়ের মতে তার রানআউট টাই ছিল ম্যাচের মূল টার্নিং পয়েন্ট। প্রথম ম্যাচে ব্যাটাররা এদিন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মাঝে ২৮ ওভারই ডট বল দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। তাওহীদ হৃদয় তার ব্যক্তিগত ৫৬ রান করেছেন ৮৫ বল খেলে। মিরাজ ও হৃদয়ের জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ভুল বুঝাবুঝিতে দলীয় ১৫৪ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকে। হারের পর হৃদয় অবশ্য স্বীকার করেছেন যে তার রান-আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিলো। আরব আমিরাতের আবু ধাবিতে গতকাল প্রথম...