অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল (ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল) এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের কাছে অবৈধ সম্পদের তথ্য থাকায় তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী এবং আরেক সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধানে সাবেক এমপি ইকবালের নামে ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে তার দায়দেনা ১৩৯ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। ফলে নিট সম্পদের পরিমাণ ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫...