এ বছরের মধ্যেই ৩ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য নেয় সরকার। কিন্তু ৩ মাসেও দরপত্র কিংবা পাইলটিং, তেমন কোনো কার্যক্রমই শুরু হয়নি। এদিকে, বেসরকারি বিনিয়োগকারীরা স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে প্যানেল স্থাপনে বড় ধরনের চ্যালেঞ্জ দেখছেন। বিশেষজ্ঞদের মতে, অংশীজনদের সঙ্গে আলোচনা না করায় রুফটপ সোলার নীতিমালায় দুর্বলতা রয়ে গেছে। দেশের ৫৬ ভাগ বিদ্যুৎ সক্ষমতা প্রাকৃতিক গ্যাসনির্ভর। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কমছে গ্যাসের মজুদ। তাই কয়লা ও তরল জ্বালানির আমদানির চাপ বাড়ছে। এতে পরিবেশগত ঝুঁকির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ভর্তুকিতে। জ্বালানি নিরাপত্তা জোরদারে জুলাই মাসে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেয় অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীরা বলছেন, দেশব্যাপী শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে প্যানেল স্থাপনে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ দরকার। তবে, ৩ মাস পার হলেও কর্মসূচি বাস্তবায়নে...