ইসরাইলি বন্দিদের হস্তান্তরের সময় কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা প্রদর্শনীর আয়োজন করা হবে না হামাস। দ্য টাইমস অব ইসরাইল-এর সঙ্গে কথা বলেছে এমন এক আরব কূটনীতিক ও আরেকজন অবগত সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মিশরে চলমান আলোচনায় হামাস সম্মত হয়েছে। এর আগে প্রতিবারই জিম্মি মুক্তির সময় গাজায় ব্যাপক শোডাউন করেছিল হামাসের যোদ্ধারা। অনুষ্ঠান করে জিম্মিদের হাতে বিভিন্ন জিনিসও তুলে দিতেন তারা। আরও পড়ুনআরও পড়ুনচার ইসরাইলি জিম্মি মুক্তির আগে গাজায় হামাসের ব্যাপক শোডাউন চলতি বছরের শুরুতে বন্দিমুক্তির আগের চুক্তিতে দেখা গিয়েছিল, অপুষ্ট ও ক্লান্ত বন্দিদের জনসমক্ষে এনে হামাসের সমর্থকদের সামনে প্রদর্শন করা হয়েছিল, আর সেই সময় উচ্চারিত হয়েছিল ইসরাইলবিরোধী নানা স্লোগান। ওই ঘটনার পর ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। অন্যদিকে, টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায়...