সামিত সোম বাংলাদেশে পা রেখেছেন গত মঙ্গলবার, দলের সঙ্গে একটার বেশি সেশনে অনুশীলনের সুযোগ পাননি। এটাই কি তাঁকে বসিয়ে রাখার কারণ? হতে পারে। জামাল ভুঁইয়ার একাদশে না থাকা এখন হয়তো আর খুব বড় খবর নয়। পায়ে ঝলক থাকলেও শুরু থেকে খেলার ফিটনেস এখন জামালের আর কতটা আছে, সেটা অনেকদিন ধরেই বড় প্রশ্ন। তবু হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ যখন সামিত-জামালের পাশাপাশি ফাহামেদুল-জায়ান আহমেদকেও বসিয়ে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখার মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। অনূর্ধ্ব-২৩ দলে নজর কাড়ার পর অনুশীলনেও দারুণ দেখানো আমেরিকা প্রবাসী জায়ান আহমেদকে অভিজ্ঞতার অভাবের কারণেই সম্ভবত দলে রাখেননি কাবরেরা। তবে হামজা চৌধুরী একাদশে আছেন। বহুল ব্যবহৃত ৪-১-২-১-২ ছকে আজ হামজাকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই হয়তো ব্যবহার করতে...