বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা মানেই যেনো ‘চমক’। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সাফল্যের আনন্দ না দিতে পারলেও চমক দেন নিয়মিত। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচিটি শুরু হবে রাত ৮টায়। এ ম্যাচের শুরুর একাদশ বাছাইয়েও বড় চমকই দিলেন কাবরেরা। হামজা চৌধুরীর পরই বর্তমান বাংলাদেশ দলের বড় তারকা কানাডিয়ান প্রবাসী শমিত সোম। ইতোমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু কাবরেরা শুরুর একাদশে জায়গা হয়নি শমিতের। গত দুই ম্যাচের মতো এ ম্যাচেও বেঞ্চেই থাকতে হচ্ছে জামাল ভূঁইয়াকে। একই সঙ্গে জায়গা হয়নি আরও দুই আলোচিত নাম ফাহামিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহামেদ। তাদের ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। কাবরেরার শুরুর একাদশে ফিরেছেন সেপ্টেম্বরে চোটের কারণে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক মিতুল মারমা।...