নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের সব থেকে বড় তারকার নাম হামজা দেওয়ান চৌধুরী। এমনকি গোটা এশিয়ার অন্যতম জনপ্রিয় ফুটবলারও তিনি। বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হতে যাচ্ছেন হামজা। যেখানে কাগজে কলমে শক্তিশালী দল হয়েও বাজারমূল্যের খেলায় একক হামজার কাছেই হেরে গেছে হংকং গোটা দল। বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরি। যেখানে তার বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ কোটি। হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য। ৫ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় যা প্রায় ৭০ কোটিরও বেশি। সেখানে হংকংয়ের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরোর কম। এদিকে হংকং দলের সবচেয়ে দামি ফুটবলার শিনচি চান। বর্তমানে তিনি খেলছেন চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়াতে। যেখানে এই লেফট ব্যাকের বাজার দর মাত্র ৭ লাখ ৫০...