হামজা-শমিত-জামালদের অসাধারণ দক্ষতায় এখন ফুটবলপ্রেমীরাও নতুন করে আশা দেখতে শুরু করেছে দেশের ফুটবল নিয়ে। বাংলাদেশ ফুটবলের বর্তমান লক্ষ্য এখন এশিয়ান কাপে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যেই বাছাইপর্বের লড়াইয়ে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। স্টেডিয়ামে উপস্থিত থাকাকালীন অনুগ্রহ করে নিম্নলিখিত কাজগুলি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে: মাঠের মধ্যে প্রবেশ বা আশপাশের এলাকায় যাওয়া যাবে না। সিটের উপর দাঁড়ানো অথবা অন্য দর্শকদের খেলা দেখার পথে বাধা সৃষ্টি করবেন না। অন্য দর্শক বা মাঠের দিকে কোনো বস্তু, তরল বা এই জাতীয় কোনো কিছু ছোড়া যাবে না। লেজার ব্যবহার করা, আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহার...