আর কিছুক্ষণ পর মাঠে গড়াবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। জাতীয় স্টেডিয়াম ঢাকায় আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভক্তরা চান জয়। দলকে সমর্থন দিতে গ্যালারিতে নেমেছে দর্শকের ঢল। স্টেডিয়ামের প্রবেশ মুখে ভক্তদের ভিড় জমেছে। শরীয়তপুর থেকে এসেছে মেহেদী হাসান। সঙ্গে আছেন স্ত্রী। মেহেদীর স্ত্রী মাহিরার চাওয়া জয়। জয়ের পাশাপাশি তিনি চান জয়সূচক গোল আসুক হামজা চৌধুরীর পা থেকে, অ্যাসিস্টে শমিত সোম। মাহিরা বলেন, অবশ্যই চাইব বাংলাদেশ জিতুক। সমর্থন দিতে ছুটে এসেছি। ওরা আমাদের জন্য খেলছে। জয়ের পাশাপাশি আমার একটা চাওয়া...