রাজধানীসহ সারা দেশে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সারা দিন পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন এবং অন্যান্য অপরাধে ৫১০ জনকে গ্রেফতরা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপরাধীদের কাছ থেকে...