সদ্য আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেন নাসুম আহমেদ। ওয়ানডে সিরিজের দলে না থাকায় ফিরে এসেছেন দেশে। তবে দেশে ফিরে বিশ্রামে যাননি তিনি। রংপুর বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে নেমেই দেখিয়েছেন ঝলক। আজ (বৃহস্পতিবার) এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম। পরবর্তীতে ব্যাট হাতে লোয়ার অর্ডারে অধিনায়ক আকবর আলীকে সঙ্গ দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিন অলরাউন্ডার। এই দুইয়ের কল্যাণে ঢাকাকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইলো রংপুর। ব্যাট হাতে দলকে জিতিয়ে ম্যাচসেরা আকবর আলী। ছবি- বিসিবি এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ৩৬ বলে ২ চার ও...