এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ বনাম হংকং ম্যাচ নিয়ে উন্মাদনায় ভাসছে গোটা দেশ। আজ রাতে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেটা সরাসরি দেখার জন্য আগ্রহের কমতি নেই দর্শকদের মাঝে। আর তাই দেড় ঘন্টার ভিতরেই শেষ হয়ে গিয়েছিল হংকং ম্যাচের সকল টিকেট। বিপুল আগ্রহ থাকলেও সবাই মাঠে গিয়ে উপভোগ করতে পারবেন না বাংলাদেশের এই ম্যাচ। আর তাই দেশের প্রায় সকল বিভাগীয় অঞ্চলে বড় পর্দায় এই ম্যাচ উপভোগের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে কেবল ঢাকাতেই সমাবদ্ধ থাকছে না এই খেলার উত্তেজনা। বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকায় ঢাকার বাইরেও একসঙ্গে জমায়েত করে খেলা উপভোগ করতে পারবেন সকলে। বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বড় পর্দায় খেলা দেখানোর বিষয়ে...