রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মাদ্রিদের উপকণ্ঠ লা মোরালেজা এলাকার বিলাসবহুল বাড়িটিতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, বাড়িটির বেসমেন্টে থাকা সাওনার (sauna) ভেতর বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগে সাওনার ‘ফলস সিলিং’-এ, যা দ্রুত পুড়ে যায় এবং তাতে দুটি তলা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।ঘটনার সময় ভিনিসিয়ুস বাড়িতে ছিলেন না। সকাল ১১টার দিকে জরুরি নম্বর ১১২-এ কল আসার পর মাদ্রিদ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধোঁয়ায় ভরা কক্ষগুলো বায়ু চলাচলের উপযোগী করে তোলে। দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই দায়ী করছে। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের কাজও চলছে।বিনা মূল্যে...