ফ্রান্সে গত দুই বছরের কম সময়ে পাঁচজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার ষষ্ঠ প্রধানমন্ত্রী খুঁজছিলেন। তার আশা, তার মনোনীত পরবর্তী প্রধানমন্ত্রী সংকটে জর্জরিত আইনসভা পেরিয়ে একটি বাজেট পরিচালনা করতে সক্ষম হবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যাক্রোঁর দপ্তর বুধবার জানিয়েছে, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এর আগে পদত্যাগী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু গত দুই দিন ধরে ফ্রান্সের কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে আলোচনায় ব্যস্ত ছিলেন। রাজনৈতিক অচলাবস্থা বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে এবং ফ্রান্সের বিশাল ঘাটতি নিয়ে চিন্তিত তারা কঠোর ব্যয়সংকোচন বাজেটের দাবি জানাচ্ছে, যা পাস করাটাই এখন বড় চ্যালেঞ্জ। সরকারের মুখপাত্র অরোর বার্জে আরটিএল রেডিওকে বলেন, “প্রশ্ন হচ্ছে, যথেষ্ট দায়িত্বশীল মানুষ আছে...