অস্ট্রেলিয়ার গবেষকেরা নতুন এক গবেষণায় দেখিয়েছেন, নারীরা পুরুষদের তুলনায় ক্লিনিক্যাল বিষণ্নতায় আক্রান্ত হওয়ার জেনেটিক বা বংশগত ঝুঁকিতে প্রায় দ্বিগুণ বেশি। বুধবার প্রকাশিত এই গবেষণাটি ভবিষ্যতে বিষণ্নতা নিরাময়ের চিকিৎসা পদ্ধতি ও ওষুধ উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বার্ঘোফার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, নারীদের দেহে বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত জিনগত সূচকের সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। গবেষক জোডি থমাস বলেন, ‘বিষণ্নতায় জিনগত প্রভাব নারীদের ক্ষেত্রে পুরুষদের চেয়ে স্পষ্টতই বেশি।’ আরও পড়ুনআরও পড়ুন২৫-এর পর নারীদের যে ভিটামিন খাওয়া উচিত তিনি আরও জানান, পুরুষ ও নারীর মধ্যে মিল ও পার্থক্যপূর্ণ জিনগত কারণগুলো আলাদা করে চিহ্নিত করা গেলে বিষণ্নতার উৎপত্তি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে, যা ভবিষ্যতে ব্যক্তি-নির্ভর চিকিৎসা নির্ধারণে সহায়ক হবে। দীর্ঘদিন ধরেই দেখা...