সম্প্রতি প্রাইম ভিডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নবাব। সেখানেই তিনি নিজের ওপর হওয়া এক ভয়ঙ্কর আক্রমণের কড়া জবাব দেন সাইফ আলি খান, যা নিয়ে কিছু দিন আগে সামাজিক মাধ্যমে জোর বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় অনেকে অভিনেতাকে অ্যাম্বুলেন্সে কিংবা হুইলচেয়ারে বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইফ বলেন, কেউ কেউ বলেছিলেন— আমার অ্যাম্বুলেন্সে যাওয়া উচিত। কেউ বলেছিলেন— আমার হুইলচেয়ারে যাওয়া উচিত। তখন আমি ভাবছিলাম— আতঙ্কিত হওয়ার কারণ কী? পরিবার, ভক্ত, আর কেউ? শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছ। এটাই ছিল তার হেঁটে বেরিয়ে আসার একমাত্র কারণ বলে জানান এ অভিনেতা। তবে হেঁটে বের হওয়ায় যে বিতর্ক শুরু হয়েছিল। সে প্রসঙ্গে সাইফ বলেন, অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়া নাকি...