প্রশ্ন:সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করা কি জায়েজ? অ্যালকোহলযুক্ত সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করলে নামাজ হবে? উত্তর:সুগন্ধি ব্যবহার মূলত উত্তম কাজ। এটি সুন্নাতও বটে। রাসুল (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং সব সময় সুগন্ধি ব্যবহার করতেন। অন্যদেরও সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিতেন। জুমার দিন সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে ইবনে মাজা: ৮৩) সেন্ট, বডি স্প্রে বা অন্য যে কোনো পারফিউমে হারাম বা অপবিত্র অ্যালকোহল মিশ্রিত না থাকলে তা ব্যবহার করা জায়োজ এবং তা ব্যবহার করে নামাজ আদায় করতেও কোনো সমস্যা নেই।...