বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে একের পরে এক বিস্ফোরক দাবি করেছিলেন চলচ্চিত্র নির্মাতা অভিনব কাশ্যপ। এবার তিনি শাহরুখ খানকে নিয়ে কড়া ভাষায় কথা বলেছেন। তিনি দাবি করেছেন, ‘শাহরুখের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।’ কিন্তু কেনো এমন বিতর্কিত দাবি করেছেন এ নিয়ে সবার মনেই প্রশ্ন জেগেছে। মুম্বাইয়ে শাহরুখের বাড়ির নাম ‘মান্নাত’। দুবাইয়েও তার একটি বিলাসবহুল বাসস্থান রয়েছে। সেই বাড়ির নাম ‘জান্নাত’। এই দুই নামের বিশ্লেষণ করে অভিনবের দাবি, দেশ ছেড়ে এবার দুবাইয়ে গিয়ে স্থায়ী হওয়া উচিত শাহরুখের। অভিনব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম “জান্নাত”। আর মুাম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ ‘জান্নাত’ হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে,...