ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ৩৫ কোটি পাউন্ড (প্রায় ৪৬ দশমিক ৮ কোটি ডলার) মূল্যের ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে ভারতীয় সেনাবাহিনীকে যুক্তরাজ্য নিজেদের তৈরি লাইটওয়েট ক্ষেপণাস্ত্র দেবে এবং দুই দেশের মধ্যে অস্ত্র ও প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুম্বাই সফরের সময় এই চুক্তি ঘোষণা করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালীন দুই নেতাই তাদের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। থেলেস কোম্পানির তৈরি লাইটওয়েট মাল্টিরোল ক্ষেপণাস্ত্রের এই নতুন চুক্তির ফলে উত্তর আয়ারল্যান্ডের একটি কারখানায় ৭০০ কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। প্রতিষ্ঠানটি বর্তমানে ইউক্রেনের জন্যও একই ধরনের অস্ত্র উৎপাদন করছে।...