সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিক্ষেপ করা গোলার আঘাতে অবরুদ্ধ আল-ফাশর শহরের একটি মসজিদে ১৩ জন নিহত হয়েছে। ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। বুধবার (৮ অক্টোবর) দেশটির অবরুদ্ধ আল-ফাশর শহরে এ ঘটনা ঘটে। পোর্ট সুদান থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এএফপি জানায়, মসজিদে আঘাত হানা গোলাটি উত্তর দিক থেকে এসেছে, যেখানে আরএসএফ...