বাংলাদেশের জার্সি পরে মাহাদী হাসান এক বন্ধুকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করার মুহূর্তে ম্যাচ নিয়ে হিসেব-নিকেশ করছিলেন। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে জিততে হলে কী করতে হবে- সেটাই ছিল আলোচনার বিষয়বস্তু। শুধু তাই না, জিততে না পারলে আজই বাছাই পর্ব পেরুনোর সম্ভাবনা যে শেষ হয়ে যেতে পারে, সেই শঙ্কাও ছিল। সেসব কিছু ছাপিয়ে কৃত্রিম আলোর নিচে ম্যাচ দেখতে দুপুরের পর থেকে দর্শকদের ভিড় ছিল মূল আকর্ষণ। নেতিবাচকতা ভুলে সবাই হামজা-জামাল-মিতুলদের জয় দেখার প্রত্যাশা নিয়ে মাঠে এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রতিটি গেটেই একটু একটু ভিড় ছিল দেখার মতো। তবে এবার সিঙ্গাপুর ম্যাচের মতো রাস্তায় দর্শকদের সমাগম ছিল কমই। আলপনা এঁকে-জার্সি গায়ে পতাকা হাতে অনেকেই প্রিয় দলের খেলা দেখতে এসেছেন। এরমধ্যে হামজা চৌধুরীর জার্সি পরে কেউ কেউ এসেছেন। ফুটবল অন্তঃপ্রাণ মাহাদীর কথা...