সপ্তাহখানেকের দীর্ঘ সফরে ভারত গিয়েছেন জাতিসংঘের নিষেধাজ্ঞাপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় দেওয়ায় তিনি ভারতে যেতে পেরেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এর মাধ্যমে ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সরে যাওয়ার পর ফের আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবানের প্রথম কোনো শীর্ষ নেতা ভারত সফরে গেলেন। এবারের সফরে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তার এ সফরের মধ্য দিয়ে ভারত যে তালেবান সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর দিচ্ছে তা প্রতীয়মান হচ্ছে। এ সফরের দিকে নয়া দিল্লি ও কাবুল উভয়ের প্রতিবেশী ইসলামাবাদের কড়া নজর যে থাকছে তা নিয়েও সন্দেহ নেই। ভারতের সাউথ ব্লক যখন আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রস্তুতি নিচ্ছেন, কর্মকর্তারা তখন পড়েছেন পতাকা নিয়ে...