অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজের দলে হার্শিত রানাকে দেখে বিস্মিত রাভিচান্দ্রান অশ্বিন। এই পেসারকে দলে রাখার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না তিনি। দল নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের স্পিনিং গ্রেট মন্তব্য করেন, দুই বছর আগে আইপিএলে করা একটি ডেলিভারির কারণেই হয়তো এখনও সুযোগ পাচ্ছে হার্শিত। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। দুই সংস্করণের সিরিজের স্কোয়াডেই হার্শিতকে রেখেছে দলটি, যা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। ভারতের হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে ৪ উইকেট নিয়েছেন হার্শিত। দেশের জার্সিতে সবশেষ মাঠে নামেন তিনি গত সেপ্টেম্বরে, টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে। ওই ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি, ৪ ওভারে দেন ৫৪ রান, উইকেট নিতে পারেন একটি। টি-টোয়েন্টিতে তিন ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করে ৫ উইকেট...