পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। প্রথমবারের মতো তিনি আসছেন বাংলাদেশে। হানিয়া আমিরের পর এই প্রথম কোনো তারকাখ্যাত অভিনেতা দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন।তার ঢাকায় আসার খবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই তারকা। বুধবার (৮ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে আহাদ লেখেন, ‘হে বাংলাদেশ, খুব শিগগিরই দেখা হচ্ছে।’ তার এমন বার্তায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ভক্তদের মাঝে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানাননি তিনি। আহাদ রাজা মীর ২০১০ সালে হাম টিভির ‘খামোশিয়ান’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরে কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি যুক্ত হন মঞ্চনাট্য, নির্দেশনা ও লেখালেখির সঙ্গে। ২০১৭ সালের রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান এবং সেই নাটকের জন্য সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অর্জন করেন। এরপর...