স্মৃতি মান্ধানার অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। নারী ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ওপেনার। উইমেন’স বিশ্বকাপে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে ছক্কা-চারে ২৩ রান করে আউট হয়ে যান মান্ধানা। এই ইনিংসের পথেই কীর্তিটি গড়েন তিনি। টপকে যান মেয়েদের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ও অধিনায়কদের একজন বেলিন্ডা ক্লার্ককে। চলতি বছর ১৭ ওয়ানডেতে ৯৮২ রান করলেন মান্ধানা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখন তার সামনে। ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ী ক্লার্ক। এক বছরে ৯০০ রানও করতে পারেননি আর কেউ। ২০২২ সালে ৮৮২ রান করে তালিকায় এখন তিনে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ছেলে-মেয়ে মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশতক...