গত মঙ্গলবার ঢাকায় ফিরে বুধবার কেবল জাতীয় দলের সাথে অনুশীলন করতে পেরেছিলেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে সেরা একাদশে রাখার ব্যাপারে সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরাও বলেছিলেন, আরেকটু পরখ করে নিবেন সিদ্ধান্ত। মাত্র এক দিন সতীর্থদের সাথে অনুশীলন করা শোমিতকে বেঞ্চে রেখে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের টেবিলে ৪ করে পয়েন্ট সিঙ্গাপুর ও হংকংয়ের। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি টেবিলে নিজেদের অবস্থান উপরে তোলার সুযোগ বাংলাদেশের জন্য। হংকংকে হারাতে মাঝমাঠে গুরুত্বপূর্ণ ছিলেন শোমিত, কিন্তু কানাডা লিগে খেলা থাকায় তিনি দেরিতে যোগ দেন কাবরেরার ক্যাম্পে। লম্বা ভ্রমণ শেষে কানাডা থেকে ঢাকায় ফিরে এক সেশন অনুশীলন...