২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লিবিয়া-কেপ ভার্দের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। বুধবার ত্রিপোলিতে ম্যাচটি ৩–৩ গোলে ড্র হয়, তবে লিবিয়ার গোলরক্ষক মুরাদ আল উহেশির অদ্ভুত এক গোল খাওয়াকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে ম্যাচটা কি ইচ্ছে করে ছেড়ে দিল লিবিয়া? ত্রিপোলি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম মিনিটেই রবার্তো লোপেসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল লিবিয়া। তবে টেলমো আরকানজো দ্রুতই সমতা ফেরান কেপ ভার্দের হয়ে। বিরতির আগে এজু এল মারিয়ামির গোলে আবারও এগিয়ে যায় লিবিয়া। আফ্রিকান নেশনস কাপের সাবেক চ্যাম্পিয়ন কোচ আলিউ সিসের অধীনে থাকা লিবিয়া দ্বিতীয়ার্ধে এলতাইব মুপতাহ আল শালউইয়ের দুর্দান্ত ফ্রি–কিকে ৩–১ গোলে এগিয়ে যায়। কিন্তু এর পরেই শুরু হয় নাটক। ৬৫ মিনিটের কেপ ভার্দের সিনি কাব্রালের নেওয়া দূরপাল্লার একটি শট যেন নিরীহভাবেই লিবিয়ার গোলরক্ষকের হাত ফসকে জালে ঢুকে...