কৌশল পাল্টাতে শুরু করেছে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ (জেইএম)। তারা এখন নারী ইউনিট চালু করেছে। সেই ইউনিটে নারীদের যোগ দেওয়ার জন্য রীতিমতো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়, এটিই হতে যাচ্ছে জইশ-ই-মুহাম্মদের (জেইএম) প্রথম নারী ইউনিট। এর নাম দেওয়া হয়েছে ‘জামাত-উল-মুমিনাত’। জেইএমের প্রধান মাওলানা মাসুদ আজহারের নামে প্রকাশিত একটি চিঠি সম্প্রতি জনসম্মুখে এসেছে। তাতেই এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ রয়েছে। চিঠি থেকে জানা যায়, গতকাল বুধবার থেকেই এই নারী ইউনিটে নিয়োগ শুরু হয়েছে। আর এই ইউনিটের নেতৃত্ব দেবেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার গত মে মাসে ভারতের হামলায় নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে...