ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, তারা গাজায় জরুরি খাদ্য সহায়তা পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে স্বাক্ষরের পর বৃহস্পতিবার এই মন্তব্য করেছে সংস্থাটি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছে, এটি এক বিশাল স্বস্তির খবর।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার পর বুধবার চুক্তিতে স্বাক্ষর করেছে উভয়পক্ষ। মিসরে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার ও হামাসের হাতে জিম্মিদের বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দেবে ইসরায়েল।লাজারিনি বলেছেন, দুই দীর্ঘ বছর ধরে ধ্বংসাত্মক বোমাবর্ষণ, বাস্তুচ্যুতি, ক্ষয়ক্ষতি ও শোকের মাঝে যারা বেঁচে আছেন, গাজার সেই...