দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন। চলতি বছরের এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৪ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছিলেন। আর অপর দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মারা যাওয়া সবাই পুরুষ, যাদের বয়স ১৩, ১৪, ৩৯ ও ৫৫ বছর। এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বর মাসে, মৃত্যুও ছিল সর্বোচ্চ। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৭৬ জনের। অক্টোবরের আট দিনে হাসপাতালে ভর্তি হলেন...