জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় থাকা আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ৮ দিনের জন্য ভারত সফরে এসেছেন। তিনি এমন এক সময় ভারতে এসেছেন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীও দিল্লিতে। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন আমির খান মুত্তাকি। জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখেও তার ভারত সফরের জন্য প্রয়োজন ছিল বিশেষ ছাড়ের। তাহলে তিনি কী করে অনুমতি পেলেন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অপরদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরে কিয়ার স্টারমার। বৃহস্পতিবার ভারত-যুক্তরাজ্যের মধ্যে প্রায় ৪৬ দশমকি ৮ কোটি ডলারের (৩৫ কোটি পাউন্ড) ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত জুলাই মাসেও দেশ দুটির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। একদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপের দৃষ্টিভঙ্গি থেকে এই...