আপনি কি জানেন, রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন কে? এমন প্রশ্ন যদি কাউকে করা হয় রোয়ান অ্যাটকিনসন কে? নিরানব্বই পারসন মানুষ একবাক্যে বলবেন— চিনি না। আর যদি বলি—মিস্টার বিনের কথা। ওই নিরানব্বই পারসন মানুষই হাঁ সূচক উত্তর দেবেন। সেই মিস্টার বিনই হচ্ছেন— রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। মিস্টার বিন ব্যঙ্গরচনা স্কেচ শোর জন্য বিখ্যাত। অভিনয়ে মুগ্ধ হন আট থেকে ৮০ বছর বয়সি সবাই। পর্দায় তার দেখা মিললেই মন খারাপ নিমেষে উধাও হয়ে যায়। কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। মিস্টার বিন আবারও আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে। এর আগে ২০২২ সালে নেটফ্লিক্সে এসেছিল ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। সেই সিরিজজুড়ে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূল কারণ। বিশাল প্রাসাদে...