ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন প্রথমবার। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়াকে ‘শৈশবের স্বপ্ন পূরণ’ হিসেবে বর্ণনা করেছেন ভাস্কো দা গামার রাইট-ব্যাক পাওলো এইহিক। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন। এবার কার্লো আনচেলত্তির দলে জায়গা পেয়েছেন চোট পাওয়া ওয়েজলির বদলি হিসেবে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টিভিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এইহিক। “এ যেন স্বপ্ন পূরণের মতো, শৈশবের কোনো স্বপ্ন। আমার পুরো পরিবারের জন্য, যারা আমাকে অনুসরণ করে তাদের জন্য, আমার বন্ধুদের জন্য, যারা আমার সঙ্গে এই মুহূর্তের স্বপ্ন দেখেছিল তাদের সবার জন্য। আমি ভীষণ খুশি, কিন্তু একই সঙ্গে ক্লান্তও কারণ, সবকিছু খুব দ্রুত ঘটেছে, ভ্রমণটাও ছিল দীর্ঘ। তবুও, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার...