খুব শীঘ্রই গানটি মিউজিক ভিডিওসহ রিলিজ হতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন মেজবা শরীফ। তিনি বলেন- ব্যস্ততার কারনে বেশ কয়েকদিন গান থেকে বিরত ছিলাম ৷ আবারও নতুন গান নিয়ে আসছি। আমার সাথে গানটি গেয়েছেন সকলের প্রিয় গায়িকা ন্যান্সি। গানটিও অসাধারণ হয়েছে। এছাড়াও মেজবার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে গীতিকার কবীর বকুলের কথায়...