প্রীতি ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতির অংশ, নিজেদের ঝালিয়ে নেওয়াই তাই লক্ষ্য। তবে দলের কাছে সেরাটা চান কার্লো আনচেলত্তি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলোয়াড়দের নিজেদের শক্তিমত্তা দেখানোর বার্তা দিলেন ব্রাজিল কোচ। সিউলে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে গোলরক্ষক বেন্তোর খেলা নিশ্চিত করে ম্যাচ দুটির গুরুত্ব তুলে ধরলেন আনচেলত্তি। “দলকে তাদের মান দেখাতে হবে। আমাদেরও অনেক কিছু আছে। আমাদের ভালো ফুটবল খেলতে হবে।” “এই ম্যাচগুলোতে আমরা এশিয়ান দলগুলোর মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেছি। অবশ্যই তাদের সম্পর্কে আমরা জানি, সাম্প্রতিক বছরগুলোতে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে। আমরা এই দুটি ম্যাচ খেলতে উন্মুখ; কঠিন লড়াই হবে, তবে বিশ্বকাপে আমরা যেসব বাধার সম্মুখীন হতে পারে, সেসবের প্রস্তুতিতে এই...